Today, April 12, 2025, a meeting of revolutionary, progressive and democratic organizations and individuals of Bangladesh was held. The meeting was presided over by Hasan Fakri, President of the Shaheed Revolutionary and Patriotic Memorial Society.
Speakers
at the meeting said that Operation Kagar is not just a military
operation; it is a direct attack on the fundamental rights of indigenous
peoples. The Indian government has long been trying to destroy
indigenous resistance to corporate exploitation in mineral-rich regions.
Their goal is clear: to seize land, suppress popular resistance, and
pave the way for corporate plunder under the pretext of national
security.
For the past
few decades, India's indigenous people have been victims of state
oppression. India's Maoists are fighting alongside indigenous people in
their struggle to protect their water, forests, and land. Military
operations such as Salwa Judum (2005-2011) and Operation Green Hunt
(2009-2017) have forcibly displaced thousands of villagers, subjected
women to horrific sexual violence, committed numerous killings, and left
countless killings unreported– All this has been done in the name of
so-called Maoist suppression. Operation Kagar is a continuation of the
same state terrorism that exposes the true character of Indian
democracy.
This meeting strongly condemned and
protested the ongoing genocide of Operation Kagar, and an initiative was
taken to form a committee to take action in protest.
Message Sender,
Tawfiqa Priya
President (Acting)
Revolutionary Student-Youth Movement, Bangladesh
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১২ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ থেকে ভারতের জনগণের উপর চলমান রাষ্ট্রীয় সামরিক অভিযান "অপারেশন কাগার" বন্ধের দাবি
আজ
১২ এপ্রিল ২০২৫, বাংলাদেশের বিপ্লবী, প্রগতিশীল এবং গণতান্ত্রিক সংগঠন ও
ব্যক্তিবর্গদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শহিদ বিপ্লবী ও
দেশপ্রেমিক স্মৃতি সংসদের সভাপতি হাসান ফকরী।
বৈঠকে
বক্তারা বলেন, অপারেশন কাগার নিছক একটি সামরিক অভিযান নয়; এটি আদিবাসী
জনগণের মৌলিক অধিকারের ওপর সরাসরি আক্রমণ। ভারত সরকার বহুদিন ধরেই
খনিজ-সমৃদ্ধ অঞ্চলগুলোতে কর্পোরেট শোষণের বিরুদ্ধে আদিবাসী প্রতিরোধকে
ধ্বংস করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য স্পষ্ট: ভূমি দখল করা, জনগণের
প্রতিরোধকে দমন করা, এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে কর্পোরেট লুটতরাজের পথ
সুগম করা।
গত কয়েক দশক
ধরে ভারতের আদিবাসীরা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়ে আসছেন। ভারতের
মাওবাদীরা আদিবাসীদের জল-জঙ্গল-ভূমি রক্ষার লড়াইয়ে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে
লড়াই করছেন। সালওয়া জুদুম (২০০৫-২০১১) এবং অপারেশন গ্রিন হান্ট
(২০০৯-২০১৭) এর মতো সামরিক অভিযানে হাজার হাজার গ্রামবাসীকে জোরপূর্বক
বাস্তুচ্যুত করা হয়েছে, নারীরা ভয়াবহ যৌন সহিংসতার শিকার হয়েছেন, অসংখ্য
হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং অসংখ্য হত্যাকাণ্ড অপ্রকাশিত রয়ে গেছে—এসবই
তথাকথিত মাওবাদী দমনের নামে সংঘটিত হয়েছে। অপারেশন কাগার সেই একই রাষ্ট্রীয়
সন্ত্রাসের ধারাবাহিকতা, যা ভারতীয় গণতন্ত্রের প্রকৃত চরিত্রকে উন্মোচিত
করে।
এই বৈঠক থেকে অপারেশন
কাগারের চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং এর
প্রতিবাদে কর্মসূচি গ্রহণের জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়৷
বার্তা প্রেরক,
তাওফিকা প্রিয়া
সভাপতি (ভারপ্রাপ্ত)
বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বাংলাদেশ
No comments:
Post a Comment