Wednesday, December 25, 2024

India - CONDEMN THE TERRORIST NIA'S RAIDS ON POLITICAL ACTIVISTS IN PUNJAB, UP, HARYANA AND DELHI!

 


 
Last 20th December, the Indian State's terrorist force NIA attacked and searched the houses of several political activists in Punjab, Haryana, UP and Delhi. At dawn, the NIA raided the houses of Rampal Singh and Bindu Ram of Manesar General Mazdoor Front(MZMF), Damanpreet Singh, ex-president of SFS, Ajay Kumar, Priyanshu and Jagdish Singh of Delhi General Mazdoor Front(DGMF), and anti-displacement activist Shri Ram. It was brought to notice that during the search, they were threatened and forced to sign various documents. In the list of confiscated items, several items were added which were never found during the search. From such attacks on mass movement activists, it becomes evident once again, how India's Hindutva Fascist government is determined to stifle any dissenting voice against itself and it'ys policies.
The conspiracy that was initiated under the FIR No. RC-01/2023 or "Maoist's NRB Revival Case" to carry out search operations on various labour and students rights activists in northern states, is a part of the LIC (Low Intensity Conflict) warfare adopted by the Indian State. The Central Government with Modi at its helm, is playing an aggressive role in curbing dissenting voices , in an organized manner across the country, through the Surajkund Scheme. Already, a few days back, we have witnessed how house of ex member of RSF and mass movement activists were raided in similar fashion. From Uttar Pradesh to Kerala, the Modi Government is using the NIA to conduct such operations. It has been repeatedly iterated by High Court that it is not an offence to possess Maoist literature, or even be a member of CPI(Maoist). However it has been blatantly disobeyed by the NIA through such repeated operations, evoking the incidents of Bhima Koregaon.
We, Revolutionary Students Front, strongly condemn such State repression on mass movement activists and urge all democratic progressive individuals and organisations to build united militant resistance against it.
গত ২০শে ডিসেম্বর পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লিতে একাধিক গণআন্দোলনের কর্মী ও রাজনৈতিক কর্মীর বাড়িতে ভারত সরকারের সন্ত্রাসী বাহিনী NIA কর্ত্তৃক হামলা এবং তল্লাশি চালানো হয়। Manesar General Mazdoor Front(MZMF) এর কর্মী রামপাল সিং এবং বিন্দু রাম, বিপ্লবী ছাত্র সংগঠন SFS এর প্রাক্তন প্রেসিডেন্ট দমনপ্রীত সিং, Delhi General Mazdoor Front(DGMF) এর সদস্য অর্জুন কুমার, প্রিয়াংশু ও জগদীশ সিং এবং উচ্ছেদ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী শ্রী রাম এর বাড়িতে ভোররাতে হামলা চালায় NIA। যেটা জানা গেছে যে, তল্লাশি চলাকালীন একাধিক ডকুমেন্টে হুমকি দিয়ে বলপূর্বক সাইন করানো হয় এবং বাজেয়াপ্ত করা জিনিসের তালিকায় একাধিক নাম যুক্ত করা হয় যেগুলো আদৌ তল্লাশিতে পাওয়া যায়নি। এইভাবে গণআন্দোলনের কর্মীদের উপর আক্রমণ এর ঘটনা আবার‌ও প্রমাণ করে ভারতের হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট সরকার কিভাবে তার প্রণীত বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে ওঠা কণ্ঠস্বর দমন করতে বদ্ধপরিকর।
FIR No. RC-01/2023 অর্থাৎ “Maoist’s NRB Revival Case” নামের যে ষড়যন্ত্রের অংশ হিসেবে উত্তর ভারতের এই রাজ্যগুলোতে শ্রমিক ও ছাত্র আন্দোলনের কর্মীদের উপর তল্লাশির ফরমান জারি হয়েছে, সেই ষড়যন্ত্র আসলে ভারত রাষ্ট্রের LIC যুদ্ধনীতির অন্তর্গত। কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার সুরজকুন্ড প্রকল্পের অধীনে দেশ জুড়ে সংগঠিত কায়দায় বিরোধী কণ্ঠস্বরের উপর আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি কিছুদিন আগেই পশ্চিমবঙ্গেও একইভাবে গণআন্দোলনের কর্মী ও বিপ্লবী ছাত্র ফ্রন্ট(RSF) এর প্রাক্তন সদস্যের বাড়িতে হামলা চালানো হয়। উত্তর প্রদেশ থেকে কেরালা—সন্ত্রাসবাদী বাহিনী NIAকে কাজে লাগিয়ে একের পর এক অভিযান চালাচ্ছে মোদি সরকার। যেখানে একাধিকবার হাইকোর্ট মারফত এই বক্তব্য রাখা হয়েছে যে মাওবাদী দর্শনে বিশ্বাস করা-এমনকি সিপিআই (মাওবাদী)-র সদস্য হওয়াও, কোনো অপরাধ নয়। তা সত্ত্বেও আদালতের বক্তব্যকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে একের পর এক ঘটনা বারবার ভীমা কোরেগাও এর স্মৃতি উস্কে দেয়।
আমরা, বিপ্লবী ছাত্র ফ্রন্ট এর পক্ষ থেকে, গণআন্দোলনের কর্মীদের হওয়া এই রাষ্ট্র নিপীড়নের ঘটনাকে তীব্র ধিক্কার জানাই এবং সকল গণতান্ত্রিক ব্যক্তিবর্গ এবং সংগঠনের কাছে এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।

No comments:

Post a Comment