Monday, March 10, 2014

India Kolkata - People's convention against attacks on women and criminalisation of society, Mar 10 -

Kolkata – International Womens’ Day, Mar 8

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে অর্ধেক আকাশ’এর অনুষ্ঠান সূচী
সকাল ১১টা থেকে ৪টে
১। কলেজ স্ট্রীট কফি হাউসের সামনে ও যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের সামনে প্রতিবাদী জমায়েত, পোস্টার প্রদর্শনী,গান-কবিতা পাঠ-পথ নাটক, মতামত বিনিময়।
২। বিকেল ৪টে থেকে প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রীট এর ডিরোজিও সভাগৃহে অনুষ্ঠান শুরু।
৪টে ১৫ থেকে ‘জাতিস্মর’ প্রযোজিত নাটক ‘সব মুনিয়ার গল্প’।
৪টে ৪৫ থেকে আলোচনা চক্র। বিষয়ঃ অসমকাম পিতৃতন্ত্র : প্রতিস্পর্ধী অন্বেষণ।
অংশ নেবেন নাগরিক আন্দোলনের কর্মী- নারীর অধিকার আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত বোলান গঙ্গোপাধ্যায়, কবি যশোধরা রায় চৌধুরী, সাংবাদিক স্বাতী ভট্টাচার্য, অধ্যাপক নিলাদ্রী চ্যাটার্জী, ক্রীড়া-গবেষক পয়োষ্ণী মিত্র ও অ্যাথলিট পিঙ্কি প্রামানিক।
৭টা ১৫ থেকে প্রতিবাদী ও নারীর অধিকার আন্দোলনের গান পরিবেশন করবে ‘গণবিষাণ’।
উক্ত অনুষ্ঠানে আপনার সক্রিয় উপস্থিতির অনুরোধ জানাচ্ছে ‘অর্ধেক আকাশ’।
আমাদের সম্মলিত প্রচেষ্টায় এই ৮-ই মার্চ হয়ে উঠুক প্রতিবাদের, পিতৃতন্ত্র সহ লিঙ্গ অসাম্য টিকিয়ে রাখা সমস্ত রকম শোষণের বিরুদ্ধে জেহাদ ঘোষণার দিন।
–অর্ধেক আকাশ
(বন্দনা- ৭২৭৮৪৪৮৫০২, অনিতেশ- ৯৮৩৬৪৫৯৯৫৯)
- See more at: http://sanhati.com/event/9358/#sthash.nORaBKiV.dpuf
http://sanhati.com/wp-content/uploads/2014/03/Convention_poster.png

No comments:

Post a Comment