Friday, June 23, 2017

ICSPWI - support people's war! support PCI(Maoist) - 3th september Italy - 50th anniversary of Naxalbari uprising - info csgindia@gmail.com


গ্রামবাসীদের মারধর ও পুলিশের চর হিসেবে কাজ করায় কংগ্রেস নেতাকে খতম করেছে মাওবাদীরা


498896-jpg_343319_1000x667

পুলিশের চর সন্দেহে ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়া জেলায় কংগ্রেসের কৃষক মোর্চার এক নেতাকে খতম করল মাওবাদীরা। জনা ২৪ সশস্ত্র মাওবাদী গত কাল রাতে বস্তারের চোলনার গ্রামে ছন্নু মণ্ডবীর (৫৫) বাড়িতে চড়াও হয়। ছন্নুকে তাঁর ‘অপরাধের তালিকা’ ও মাওবাদীদের ‘বিচারের রায়’ শোনানো হয়। এর পরেই ছন্নুকে গুলি করে খতম করে মাওবাদীরা। চলে যাওয়ার আগে কিছু কাগজ ছড়িয়ে যায় তাঁর দেহের কাছে। তাতে লেখা, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনে সহযোগিতা ও পুলিশের চর হিসেবে কাজ করা ও গ্রামবাসীদের মারধর করার অপরাধে এই শাস্তি। ছুন্নুকে এই ধরণের কাজ থেকে বিরত থাকতে ২০০৪ সাল থেকেই মাওবাদীরা সতর্ক করে দিয়ে আসছিল। কিন্তু সে এসব উপেক্ষা করে আসছিল।

উল্লেখ্য যে, বর্তমান কংগ্রেস নেতা ছন্নু এক সময়ে ব্লকের কংগ্রেস সমর্থিত জনপদ অধ্যক্ষ ছিলেন।


No comments:

Post a Comment